16 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

গাজীপুরের বাইপাইলে আবারও ভূমিকম্প, ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় কম্পন

জনপ্রিয়

ঢাকা ও আশপাশের এলাকায় একদিনের ব্যবধানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে গাজীপুরের বাইপাইল এলাকায় আঘাত হানা এ ভূমিকম্পটি রিখটার স্কেলে ৩.৩ মাত্রার ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।
কেন্দ্রে দায়িত্বরত পেশগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ জানান, এটি একটি মাইনর বা ক্ষুদ্র মাত্রার ভূমিকম্প, যার উৎপত্তিস্থল ছিল গাজীপুরের বাইপাইল অঞ্চল। তিনি জানান, এরকম স্বল্পমাত্রার ভূমিকম্প সচরাচর বড় ধরনের ক্ষতির কারণ হয় না।
এর মাত্র ২৪ ঘণ্টা আগেই, শুক্রবার সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে রাজধানী কেঁপে ওঠে। সেই কম্পনে দুই শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়। মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন এবং নারায়ণগঞ্জে একজনের প্রাণহানি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলায় আহত হয়েছেন শতাধিক মানুষ।
ক্রমাগত দুটি ভূমিকম্পের ঘটনায় রাজধানী ও আশপাশের জেলার মানুষদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ভূমিকম্প বিশেষজ্ঞরা পরিস্থিতি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...