26 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫

ভূমিকম্প হলে কী করবেন, কী করবেন না

জনপ্রিয়
নরসিংদীতে পর পর কম্পনের রেশ কাটতে না কাটতেই আজ শনিবার সকালে গাজীপুরের বাইপাইলে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। ছোট মাত্রার এসব ভূমিকম্প ভবিষ্যতে বড় ধরনের কম্পনের ইঙ্গিত দিচ্ছে বলে সতর্ক করছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হিসাব অনুযায়ী, বাংলাদেশ যে কোনো সময় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্পের মুখোমুখি হতে পারে। চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলকে রাখা হয়েছে উচ্চ ঝুঁকির তালিকায়। তাই ভূকম্পন হলে কী করণীয়—তা আগে থেকেই জেনে প্রস্তুত থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

ভূমিকম্প হলে করণীয়
ফাঁকা স্থানে আশ্রয় নিন
কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই খোলা জায়গায় বের হয়ে যান। নিচতলা বা দ্বিতীয় তলায় থাকলে দরজা খুলে রেখে দ্রুত সিঁড়ি দিয়ে নেমে নিরাপদ দূরত্বে—অন্তত ১০০ ফুট দূরে—সরে যেতে হবে। ভবনের গা ঘেঁষে দাঁড়ানো যাবে না।
উঁচু ভবনে থাকলে
বের হওয়া সম্ভব না হলে শক্ত খাম্বা, খাট বা টেবিলের নিচে আশ্রয় নিন। কোনো আসবাবপত্র না থাকলে দেয়ালের কোণে বসে মাথা–ঘাড় ঢেকে রাখুন। মাথা রক্ষায় বালতি, হেলমেট বা বালিশও ব্যবহার করা যেতে পারে।
মানসিক স্থিরতা বজায় রাখুন
অস্থির বা আতঙ্কিত না হয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান। সম্ভাব্য গ্যাস লিক বা শর্ট সার্কিট এড়াতে গ্যাস ও বিদ্যুৎ সংযোগের কাছ থেকে সরে থাকুন।
গাড়িতে থাকলে
ফাঁকা স্থানে গাড়ি থামিয়ে ভেতরেই অবস্থান করুন।
জরুরি যোগাযোগ সংরক্ষণ
ফায়ার সার্ভিসসহ জরুরি নম্বরগুলো মোবাইলে আগেই সেভ রাখুন। ভূমিকম্প থেমে যাওয়ার পরও কয়েক ঘণ্টা আফটারশক হতে পারে—তাই সতর্ক থাকুন।

যা কখনো করবেন না
  • দ্রুত নেমে যাওয়ার জন্য ভবন থেকে লাফ দেবেন না
  • লিফট ব্যবহার করবেন না
  • তাড়াহুড়ো করে সিঁড়ি নামবেন না
  • বারান্দায় দাঁড়াবেন না—রেলিং ভেঙে পড়ার ঝুঁকি থাকে

ধ্বংসস্তূপে আটকে গেলে করণীয়
  • শরীরের কোনো অংশ চাপা পড়লে ধীরে ধীরে নড়াচড়া করুন; বেশি নড়াচড়া করলে রক্তক্ষরণ বাড়তে পারে
  • ম্যাচ বা আগুন জ্বালাবেন না—গ্যাস লিক থাকতে পারে
  • জোরে চিৎকার এড়িয়ে চলুন; ধুলাবালি মুখে ঢুকে শ্বাসকষ্ট হতে পারে
  • পাইপ, দেয়াল বা বস্তুতে আঘাত করে কিংবা শিস দিয়ে দৃষ্টি আকর্ষণ করুন
  • সম্ভব হলে মোবাইলের টর্চ জ্বালিয়ে রাখুন
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা: সেই গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা–মেয়েকে হত্যার ঘটনায় চার দিন আগে কাজে যোগ দেওয়া গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝালকাঠি...