26 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫

“ভূমিকম্পে স্কুল বন্ধ নয়, প্রয়োজন প্রস্তুতি”—প্রাথমিক শিক্ষার উপদেষ্টা

জনপ্রিয়

ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতির কারণ দেখিয়ে বিদ্যালয় বন্ধ করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তাঁর মতে, ভূমিকম্প যেকোনো মুহূর্তে ঘটতে পারে—তাই ভয় নয়, সচেতনতা ও প্রস্তুতিই এখন প্রধান বিষয়।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত প্লেগ্রাউন্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, ভূমিকম্প পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে সব বিদ্যালয়ে প্রয়োজনীয় সতর্কতামূলক নির্দেশনা পাঠানো হয়েছে।
৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য
ডা. পোদ্দার বলেন, বর্তমানে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ খালি, যা পরিচালনায় বড় চ্যালেঞ্জ তৈরি করছে। মামলা সংক্রান্ত জটিলতার কারণে পদোন্নতি দীর্ঘদিন ধরে আটকে রয়েছে এবং বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন।
তিনি আরও বলেন,
“মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। রায় পাওয়া মাত্রই ৩২ হাজার সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি দেওয়া হবে। এরপর যেসব পদ শূন্য হবে সেখানে নতুন নিয়োগ দেওয়া হবে।”
বড় পরিসরে শিক্ষক নিয়োগ
শিক্ষক সংকট দূর করতে সম্প্রতি বড় আকারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি। এতে প্রাথমিক শিক্ষার সামগ্রিক অগ্রগতি ত্বরান্বিত হবে বলে তাঁর আশা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা: সেই গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা–মেয়েকে হত্যার ঘটনায় চার দিন আগে কাজে যোগ দেওয়া গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝালকাঠি...