| Your Ads Here 100x100 |
|---|
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কুড়ি চন্দ্রখানা গ্রামে মোঃ মফিজ উদ্দিন (৬৩) নামে এক মানসিক রোগী বৃদ্ধের রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সত্যতা যাচাই ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন মোঃ মফিজ উদ্দিন। তিনি পানি দেখলে আতঙ্কিত হতেন এবং নিয়মিত গোসল করতেন না। প্রায় ১৫–২০ দিনে একবার গোসল করলেও মাথায় পানি দিতেন না বলেও জানা যায়।
মৃতের ছেলে মোঃ সুজন মিয়া ঢাকার মিরপুর-১ এ নাপিতের কাজ করেন। গত বুধবার (২৬ নভেম্বর) বিকেলে তিনি বাড়িতে এসে ৩–৪ জন বন্ধুকে সঙ্গে নিয়ে তার বাবাকে জোর করে নদীতে গোসল করাতে নিয়ে যান। স্থানীয়দের দাবি, নদীতে বারবার চুবানোর এক পর্যায়ে অসুস্থ ওই বৃদ্ধের মৃত্যু ঘটে থাকতে পারে।
প্রথমে ঘটনাস্থলে গিয়ে ফুলবাড়ী থানা পুলিশ পরিবার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এটি স্বাভাবিক মৃত্যু বলে নির্দেশনা দেয়। তবে কিছুক্ষণ পর স্থানীয়দের সন্দেহ ও সোর্সের মাধ্যমে নতুন তথ্য পাওয়ার পর পুলিশ আবার ঘটনাস্থলে ফিরে আসে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠায়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শওকত আলী সরকার বলেন, “প্রথমে পরিবারের বক্তব্যের ওপর ভিত্তি করে স্বাভাবিক মনে হয়েছিল। পরে স্থানীয়দের সন্দেহের বিষয়টি জানার পর লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। পুলিশের তদন্ত ও ময়নাতদন্ত রিপোর্টের ওপর নির্ভর করেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

