আগামী দুই মাসের মধ্যে মেট্রোরেলের ট্রেন চলাচলের ব্যবধান কমিয়ে সোয়া চার মিনিটে আনার পরিকল্পনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সোমবার (১ ডিসেম্বর) উত্তরা দিয়াবাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ এ তথ্য জানান।
যাত্রী কমেছে ১০ শতাংশ
এমডি জানান, বিয়ারিং প্যাড সংক্রান্ত সাম্প্রতিক দুর্ঘটনার পর দৈনিক যাত্রীর সংখ্যা কমেছে প্রায় ১০ শতাংশ। আগে যেখানে গড়ে ৪ লাখ ৬০ হাজার যাত্রী চলাচল করতেন, বর্তমানে তা নেমে এসেছে প্রায় ৪ লাখে। তিনি বলেন, “এই কমতির পরও নিয়মিত সেবা সচল আছে।”
ভূমিকম্পে কোনো ক্ষতি হয়নি
গত ২১ নভেম্বর সারা দেশে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের কোনো কাঠামোগত ক্ষতি হয়নি বলে জানান তিনি। সামান্য কিছু টাইলস পড়ার ঘটনা ছাড়া বড় কোনো সমস্যা হয়নি। নিরাপত্তাজনিত কারণে সেদিন নির্ধারিত সময়ের তুলনায় ২৭ মিনিট দেরিতে ট্রেন চলাচল শুরু হয়। অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষার কারণে দুইটি সুইপার ট্রেন চালানো হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।
ট্রেনের ছাদে কিশোর ওঠায় সার্ভিস বন্ধ
রোববার রাতে সচিবালয় স্টেশনে দুই কোচের মাঝ দিয়ে এক কিশোর ট্রেনের ছাদে উঠে পড়ার ঘটনায় সন্ধ্যা ৮টার পর ট্রেন চলাচল বন্ধ করা হয়। দ্রুত তাকে নামিয়ে আনার পর প্রতিটি ট্রেন সার্চ করে নিশ্চিত করা হয় যে কেউ ভেতরে বা ছাদে নেই। এমডি বলেন, “সেফটি আমাদের প্রথম অগ্রাধিকার। তাই পুরো লাইন চেক করতে সার্ভিস বন্ধ রাখতে হয়।”
নিরাপত্তা আরও জোরদার হচ্ছে
ঘটনার পর স্টেশনগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানোর ঘোষণা দেন তিনি। এন্ট্রি পয়েন্টে নতুন সিসিটিভি ক্যামেরা বসানো হবে, যাতে যাত্রীরা কোন দিক থেকে প্রবেশ করছেন তা স্পষ্টভাবে পর্যবেক্ষণ করা যায়।