| Your Ads Here 100x100 |
|---|
এস এম মামুন, যশোর
যশোরের মণিরামপুর পৌরসভার পশু হাসপাতাল রোডে, কেন্দ্রীয় মসজিদের পূর্বপাশে অবস্থিত ড্রেনটি দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় ভরাট হয়ে পড়েছে। ড্রেনের ঢাকনা ভাঙ্গা ও নোংরা পানি উপচে পড়ায় প্রতিদিনই আতঙ্ক নিয়ে চলাচল করছেন আশপাশের ব্যবসায়ী ও পথচারীরা।
স্থানীয় দোকানিরা জানান, দিনের বেশিরভাগ সময় ড্রেন থেকে দুর্গন্ধ ছড়ায়। রাস্তার পাশের অংশ ভেঙে গর্ত হওয়ায় ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। বিষয়টি একাধিকবার পৌর কর্তৃপক্ষকে জানালেও এখনো পর্যন্ত কোন কার্যকরী উদ্যোগ দেখা যায়নি।
পথচারীরা বলেন, একটু অবহেলার কারণে এই ড্রেন এখন মরণফাঁদে পরিণত হয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসীর দাবি—অতিদ্রুত ড্রেন পরিষ্কার ও সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হোক।
দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

