| Your Ads Here 100x100 |
|---|
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
দীর্ঘদিনের বৈষম্যের প্রতিবাদে এবং ৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১ ডিসেম্বর ২০২৫ থেকে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন। বাসমাশিস কুড়িগ্রাম জেলা শাখা এ কর্মসূচি ঘোষণা করে।
কর্মবিরতির ফলে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়সহ জেলার সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান ও পরীক্ষাসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে।
শিক্ষকদের ৪ দফা দাবি হলো সহকারী শিক্ষক পদকে ৯ম গ্রেডের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করা, বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্য পদে নিয়োগ পদোন্নতি পদায়ন, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড প্রদান ও ২০১৫ সালের নিয়মে অগ্রিম বর্ধিত বেতন সুবিধা পুনর্বহাল।
শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। পাঠদান ও সমাপনী পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছেন।

