| Your Ads Here 100x100 |
|---|
সৈয়দ আশিক মাহমুদ – জমালপুর
“সব বাধা দূর করি, এইডসমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরে উদযাপিত হয়েছে বিশ্ব এইডস দিবস। দিবসটি উপলক্ষ্যে সোমবার জামালপুরের সিভিল সার্জন কার্যালয়, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় ও বেসরকারি সংস্থা অপরাজেয় বাংলাদেশ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে মরণব্যাধি এইডস সম্পর্কে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে।
জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার স্বাগত সাহা, ইউএনএফপিএ এর মাঠ কর্মকর্তা মো. আতাহার আলী, জামালপুর টিবি ক্লিনিকের কনসালটেন্ট ডা. মো. আমিরুল ইসলাম, জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান, অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের মাঠ কর্মকর্তা রিনা আক্তার প্রমুখ। সভার সভাপতি সিভিল সার্জন ডাক্তার মুহাম্মদ আজিজুল হক বলেন, অনিরাপদ দৈহিক মিলন, এইডস রোগের ভাইরাস বহনকারীর রক্ত শরীরে গ্রহণ করলে, অন্যের ব্যবহার করা ইনজেকশনের সুই বা সিরিঞ্জ ব্যবহার করলে, এইডস রোগের ভাইরাস বহনকারী মা হতে গর্ভাবস্থায় এবং প্রসবের সময় অথবা বুকের দুধের মাধ্যমে সন্তানের এইডস হতে পারে।
তিনি আরও বলেন, হাঁচিকাশির মাধ্যমে এইডস ছড়ায় না। মশার কামড়েও এইডস ছড়ায় না। সামাজিক মেলামেশা করমর্দন, আলিঙ্গন বা চুম্বন করলে এইডস ছড়ায় না। একই টয়লেট ব্যবহার করলে এইডস ছড়ায় না। আক্রান্ত ব্যক্তির কাপড়, বাসনপত্র বা তৈজষপত্র ব্যবহার করলে এইচআইভি ভাইরাস ছড়ায় না। তিনি বলেন, এই রোগ থেকে রক্ষা পেতে ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং নিজেদের সতর্কতা ও সচেতনতাই বড় নিয়ামক। যদি কেউ আক্রান্ত হয়েই থাকেন, তাহলে গোপন রাখা যাবে না। তাহলে তিনি মৃত্যুর দিকে ধাবিত হবেন দ্রুত। এবং তার মাধ্যমে এইডস আরও ছড়িয়ে পড়বে, পরিবারে ও সমাজে। তাই তাকে দ্রুত চিকিৎসার আওতায় আসতে হবে। প্রাথমিক স্টেজেই এইডস রোগের চিকিৎসা শুরু করা গেলে সুস্থ জীবনে ফিরে আসা সম্ভব। সিভিল সার্জন আরও জানান, জামালপুর জেলায় ১ নভেম্বর ২০২৪ থেকে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত এক হাজার ১৫৪ জনের এইচআইভি স্ক্রিনিং করা হয়েছে। এরমধ্যে নতুন কোন এইচআইভি পজিটিভ কেস পাওয়া যায়নি।
এর আগে বিশ্ব এইডস দিবস উপলক্ষে জামালপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে জামালপুর জেলা সিভিল সার্জন কার্যালয়, জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় ও বেসরকারি সংস্থা অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা প্রধান সড়কের ফৌজদারি মোড় হয়ে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।শোভাযাত্রা ও আলোচনা সভায় মেডিকেল অফিসার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, নার্সসহ বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের মাঠ কর্মকর্তা রিনা আক্তার জানান, বিশ্ব এইডস দিবসের শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রকল্পটির আওতাভুক্ত রানীগঞ্জ যৌনপল্লীর ৩০ জন নারীসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

