| Your Ads Here 100x100 |
|---|
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়। আটক যুবকের নাম রিয়াজুল মোস্তফা। বাবার নাম গুরা মিয়া ও মায়ের নাম খতিজা। তিনি কক্সবাজারের কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, সকালেই উল্লাপাড়া উপজেলার গফুর মিয়ার ছেলে ‘রিয়াজ মিয়া’ পরিচয়ে পাসপোর্ট করতে অফিসে আসেন তিনি। তার কাছে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ থেকে ইস্যুকৃত জন্মনিবন্ধন সনদও ছিল। তবে আচরণে সন্দেহ হওয়ায় পাসপোর্ট অফিসের কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদে নেন। পরে তিনি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছেন বলে স্বীকার করলে তাকে আটক করা হয়।
আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মুনতাকীম মো. ইব্রাহিম বলেন, “রোহিঙ্গারা যাতে বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করতে না পারে সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক আছি। সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদে সত্য উদঘাটন হয়।” এরপর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ওই যুবককে সদর থানায় হস্তান্তর করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আহসানুজ্জামান জানান, আটক যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেছেন। “কুতুপালং ক্যাম্প কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে; প্রক্রিয়া সম্পন্ন হলে তাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে,” বলেন তিনি।
উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্রা পারকোল এলাকার বাসিন্দা পরিচয়ে বাংলাদেশের পাসপোর্ট গ্রহণের চেষ্টা করছিলেন ওই রোহিঙ্গা যুবক।

