- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যের পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে। তবে, পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বিষয়টিকে কূটনৈতিক আলোচনার অন্তর্ভুক্ত উল্লেখ করে আগাম কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন।
এদিকে, তুলসী গ্যাবার্ডের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের বিবৃতিতে গ্যাবার্ডের মন্তব্যকে বিভ্রান্তিকর ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ সরকার দাবি করেছে, তারা চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং দেশটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত।


