22 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

প্রত্যাশিত সাড়া পাচ্ছে না তামান্না ভাটিয়ার ‘ওডেলা ২’, ভবিষ্যৎ অনিশ্চিত তৃতীয় কিস্তির

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক

অভিনেত্রী তামান্না ভাটিয়ার বহুল প্রত্যাশিত অতিপ্রাকৃত থ্রিলার ‘ওডেলা ২’ বক্স অফিসে প্রত্যাশামতো ফল করছে না। শীর্ষস্থানীয় এক প্রদর্শক জানিয়েছেন, ছবিটি দর্শকমহলে মিশ্র সাড়া পেয়েছে এবং এখন পর্যন্ত মাত্র ২ কোটির কিছু বেশি নেট আয় করেছে, যেখানে প্রথম দিনে আয় ছিল মাত্র ৮৫ লাখ টাকা। তেলেঙ্গানা ও অন্ধ্র প্রদেশে ছবিটিকে সফল হিসেবে বিবেচনা করতে হলে কমপক্ষে ১০ কোটি টাকা আয়ের প্রয়োজন—যা এখন বেশ কঠিন লক্ষ্য বলে মনে হচ্ছে।

প্রদর্শক ব্যাখ্যা করেন, “হরর থ্রিলারধর্মী ছবি সাধারণত মুখে মুখে প্রচারের ওপর নির্ভরশীল। কিন্তু ‘ওডেলা ২’-এর ক্ষেত্রে যে গুঞ্জন তৈরি হয়েছে, তা বেশ মিশ্র। ফলে দর্শকসংখ্যা আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।”

জানা গেছে, তামান্না এই প্রকল্পে অনেকটা ভরসা রেখেছিলেন এবং আশা করেছিলেন, এটি তাঁকে তেলুগু সিনেমায় নারী-কেন্দ্রিক চরিত্রে আরও বেশি সুযোগ এনে দেবে। তবে ছবিটির হতাশাজনক পারফরম্যান্স তাঁকে হয়তো নতুন করে ভাবতে বাধ্য করবে এবং ভবিষ্যতে হয়তো তিনি বাণিজ্যিকভাবে নিরাপদ প্রকল্পগুলোকেই অগ্রাধিকার দেবেন।

অন্যদিকে, লেখক-পরিচালক সম্পথ নন্দী ছবিটির প্রচারে ব্যস্ত রয়েছেন এবং ইতিমধ্যে ‘ওডেলা ৩’ নিয়ে আভাসও দিয়েছেন। তবে বর্তমান বক্স অফিস পরিসংখ্যানের আলোকে, তৃতীয় কিস্তির ভবিষ্যৎ এখন অনিশ্চিত।

সমালোচকরাও মন্তব্য করেছেন, ছবিটি অতিপ্রাকৃত উপাদানের ওপর অনেক বেশি নির্ভর করলেও, নাগা সাধুর চরিত্রটি ক্লাইম্যাক্সের আগে বিশেষ গুরুত্ব পায়নি—যেখানে সে এক পর্যায়ে এক অগ্নিময় দেবীতে রূপ নেয়। এছাড়া, ছবিতে একাধিক ‘ডেজা ভু’ দৃশ্য থাকায় দর্শকদের মধ্যে আগ্রহ সেভাবে তৈরি হয়নি।

বর্তমানে, তামান্না আবার বলিউডের আইটেম গানে ফিরতে পারেন বলে শোনা যাচ্ছে এবং একইসঙ্গে তিনি তেলুগু সিনেমায় একটি দৃঢ় ও অর্থবহ চরিত্রের অপেক্ষায় আছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...