24 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

“খরচের ভয়ে কি বিয়ে করছেন না সালমান?”

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্কঃ

বলিউড সুপারস্টার সালমান খান, যিনি একাধিক রোমান্সে আলোচিত হয়েছেন, তবে এখনো তার বিয়ের প্রশ্নে রয়েছে অনিশ্চয়তা। ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে হালের ইউলিয়া ভান্তুর—অনেকের সঙ্গেই সালমানের নাম জড়িয়েছে। কিন্তু বিয়ে করতে আজ পর্যন্ত তিনি রাজি হননি। সালমানের বিয়ে না করার পেছনে অন্যতম কারণ তার নিজেরই ভাষায়, “খরচ সামলাতে পারব না।”

২০১৮ সালে টিআইই গ্লোবাল সামিটে এক প্রশ্নের উত্তরে সালমান খান এমন অজুহাত দিয়েছিলেন। “বিয়েতে এত খরচ হয়, এত টাকা কোথা থেকে পাব?”—বলেছিলেন তিনি। সালমান তার বক্তব্যে আরো যুক্তি দিয়েছিলেন, “আমার বাবা যখন বিয়ে করেছিলেন, তখন মাত্র ১৮০ রুপি খরচ হয়েছিল। এখন বিয়েটা বড় অনুষ্ঠান হয়ে গেছে, কোটি কোটি টাকা খরচ হয়।”

বলিউডে সালমান খানের সমসময়ের অধিকাংশ তারকারা বিয়ে করে সংসার করছেন এবং সন্তানের জনকও হয়েছেন। কিন্তু সালমান এখনও অবিবাহিত, এবং তার এ সিদ্ধান্ত নিয়ে অনুরাগীদের মনে নানা প্রশ্ন উঠছে। একবার এক সাক্ষাৎকারে সালমান খান মজা করে জানিয়েছিলেন, রেখাকে বিয়ে করতে পারেননি বলেই তিনি আজও হয়ত অবিবাহিত।

তবে, সালমানের বিয়ের পেছনে আসল কারণ কী, তা এখনও রহস্যই রয়ে গেছে। কেউ বলছেন, পারিবারিক কারণে বিয়ে হচ্ছে না, আবার কেউ দাবি করছেন, তিনি হয়ত কোনোভাবে প্রতারিত হয়েছেন, যার কারণে মেয়েদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন। তবে সালমানের সোজাসুজি  ভাষায়, “বিয়েতে এত টাকা খরচ করার মতো ক্ষমতা আমার নেই।”

তবে, ভক্তদের মনে একটাই প্রশ্ন—তবে কি সালমান খান সত্যিই খরচের কারণে বিয়ে করছেন না, নাকি এর পেছনে কোনো আরেকটি গল্প আছে?

 

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...