24 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

কিশোরগঞ্জে ৪৭ মেধাবী শিক্ষার্থীর মাঝে ৮ লাখ ১৬ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে ৪৭ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর হাতে মোট ৮ লাখ ১৬ হাজার টাকার শিক্ষাবৃত্তি তুলে দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে শহরের গাইটালে ডিএসকে কিশোরগঞ্জ-১ আঞ্চলিক অফিস মিলনায়তনে এক অনাড়ম্বর আয়োজনে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এসএসসি উত্তীর্ণ ২৬ শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে এবং এইচএসসি উত্তীর্ণ ২১ শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসকে কিশোরগঞ্জ পশ্চিম জোনের সহকারী পরিচালক আশরাফুল আলম সোহেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা।

অনুষ্ঠানে শিক্ষাবৃত্তি পাওয়া মেডিকেল ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৫ জন শিক্ষার্থী এবং তিনজন অভিভাবক তাদের অভিজ্ঞতা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন। অভিভাবকেরা বলেন, এই সহায়তা শুধু অর্থ নয়—এটি তাদের সন্তানদের শিক্ষাজীবনে নতুন আশার আলো।

অনুষ্ঠানে জানানো হয়, ডিএসকে প্রতি বছর তার উপকারভোগী সদস্য ছাড়াও জেলার দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়ে আসছে। এ বছর কিশোরগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলের মোট ১৪৯ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে মোট ২৪ লাখ ৬০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে

 

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...