26 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

বাংলাদেশ সিরিজ থেকে বাদ বাবর, রিজওয়ান ও শাহীন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খেলাধুলা ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড়সড় চমক পাকিস্তান ক্রিকেটে। বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে নেই দলের তিন অভিজ্ঞ স্তম্ভ—বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহীন শাহ আফ্রিদি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বুধবার (২১ মে) আনুষ্ঠানিকভাবে এই স্কোয়াড ঘোষণা করে। সিরিজের দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

এটি হবে পাকিস্তানের নতুন প্রধান কোচ মাইক হেসন-এর অধীনে প্রথম আন্তর্জাতিক সিরিজ। দলে নেতৃত্ব দেবেন আগা সালমান আলি, সহ-অধিনায়ক হিসেবে থাকছেন শাদাব খান।

এই স্কোয়াড মূলত বেছে নেওয়া হয়েছে চলমান পারফর্ম করা ক্রিকেটারদের ভিত্তিতে। পিএসএল শেষ হচ্ছে ২৫ মে।

দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার ফখর জামান, পেসার হাসান আলি, তরুণ ব্যাটার সাইম আইয়ুব। দলে জায়গা পেয়েছেন ফাহিম আশরাফ, হুসাইন তালত, সাহিবজাদা ফারহান এবং দীর্ঘ সময় পর দলে ফিরেছেন নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

তবে সব আলো এখন পড়েছে তিন অভিজ্ঞ খেলোয়াড়ের অনুপস্থিতির দিকেই।

নিউজিল্যান্ড সফরের দলে থাকা সত্ত্বেও বাদ পড়েছেন শাহীন শাহ আফ্রিদি। দলের প্রাক্তন অধিনায়ক বাবর আজম এবং নির্ভরযোগ্য কিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকেও রাখা হয়নি স্কোয়াডে। তাদের বাদ দেওয়া নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।

এছাড়া স্কোয়াড থেকে ছিটকে গেছেন আব্বাস আফ্রিদি, আব্দুল সমাদ, জাহানদাদ খান, মোহাম্মদ আলি, উমাইর বিন ইউসুফ, সুফিয়ান মুকীম, ও উসমান খান।

পাকিস্তান দল (বনাম বাংলাদেশ):

আগা সালমান (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নেওয়াজ, হুসাইন তালত, ইরফান খান নিয়াজি, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), ও সাইম আইয়ুব।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...