24 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫

মগবাজারে প্রকাশ্যে চাপাতি হাতে ছিনতাইয়ের ভিডিও ভাইরাল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

রাজধানীর মগবাজার এলাকায় দিনের বেলা প্রকাশ্যে অস্ত্র হাতে ছিনতাইয়ের একটি ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়েছে। গত ১৮ মে মে মগবাজারের গ্রিনওয়ে গলিতে এ ঘটনার পর জড়িতদের খুঁজছে পুলিশ।

গ্রিনওয়ে গলির ওই ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ভিডিওতে দেখা যায়, ওই তরুণ একটি ব্যাগ কাঁধে হেঁটে যাওয়ার সময় তার পথ আটকায় বাইকে আসা তিনজন। বাইক থেকে দুইজন দুটি চাপাতি নিয়ে নেমে ওই তরুণকে একটি বাড়ির ফটকের সামনে চেপে ধরে। এর মধ্যে চাপাতি দিয়ে আঘাত করতেও দেখা যায় তাদেরকে। একপর্যায়ে ওই তরুণের ব্যাগটি কেড়ে নিয়ে দুই ছিনতাইকারী বাইকে উঠে পড়ে। এরপর ভুক্তভোগী বাইকের সামনে এসে চাকা ধরে অনুরোধ করতে দেখা গেলে চাপাতি হাতে দুইজন আবার বাইক থেকে নেমে তাকে আঘাত করে সরিয়ে দেয়।

এরমধ্যে বাইকটি টান দিলে হামলাকারী একজন আবারও ভুক্তভোগীর দিকে চাপাতি হাতে তেড়ে যায়। ভিডিওতে দেখানো সময় অনুযায়ী তখন বিকেল ৫ টা ২২ মিনিট। মাত্র এক মিনিটের মধ্যে ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তিনজন। হেলমেট পরা থাকায় ভিডিওতে তাদের কারো চেহারা দেখা যায়নি।

ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ করেননি বলে সাংবাদিকদের জানিয়েছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রাজু।

ওসি বলেন, ‘যে ব্যক্তি ছিনতাইয়ের শিকার হয়েছেন, তিনি বা তার পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেননি। আমরা ভিকটিমকে খুঁজে বের করার চেষ্টা করছি।’

 

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...