25 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫

শিল্পে ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়ানো হচ্ছে : জ্বালানি মন্ত্রণালয়

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

শিল্পকারখানায় গ্যাস সংকট কাটাতে বাড়তি ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ। আগামী ২৮ মে থেকে বাড়তি এই গ্যাস যুক্ত হবে।

সোমবার (২৬ মে) বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।

এক বিজ্ঞপ্তিতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে শিল্প সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতিনিধিদের বিভ্রান্তিকর বক্তব্য পেট্রোবাংলার নজরে এসেছে।

এ পরিপ্রেক্ষিতে শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের প্রকৃত পরিস্থিতি ব্যাখ্যা করা হলো।

২০২৪ সালের জানুয়ারি-এপ্রিল মেয়াদে শিল্পে গ্যাস সরবরাহের গড় পরিমাণ দৈনিক ৮২৩ মিলিয়ন ঘনফুট। সে তুলনায় চলতি বছর একই সময়ে (জানু-এপ্রিল, ২০২৫) শিল্পে ৯৯৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর ২১ শতাংশ গ্যাস বেশি সরবরাহ করা হয়েছে।

এ ছাড়াও শিল্পে গ্যাস সরবরাহ বাড়ানোর জন্য গত বছরের তুলনায় ৬টি অতিরিক্ত এলএনজি কার্গো আমদানির ব্যবস্থা করা হয়েছে।

যার আমদানি মূল্য প্রতি ঘনমিটার প্রায় ৬৫ টাকা।

উল্লেখ্য, শিল্প ও ক্যাপটিভ শ্রেণির গ্রাহকদের জন্য গ্যাসের দাম যথাক্রমে ৩০ টাকা ও ৩১.৫০ টাকা। অর্থাৎ অতিরিক্ত গ্যাস সরবরাহের জন্য প্রতি ঘনমিটারে সরকারকে ৩৫ টাকা ভর্তুকি দিতে হবে। অতিরিক্ত এলএনজি আমদানি ও শ্রেণিভিত্তিক বণ্টন পরিবর্তন করার ফলে আগামী ২৮মে থেকে দৈনিক আরও ১৫০ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস সরবরাহ করা হবে।

সরকার শিল্পে গ্যাস সরবরাহের বিষয়ে তৎপর ও দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার আশা করে যে এ বিষয়ে সকল বিভ্রান্তির অবসান হবে।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

শীতের তীব্রতায় কাঁপছে কুড়িগ্রাম, দুর্ভোগে প্রান্তিক জনগোষ্ঠী

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- দিন যতই গড়াচ্ছে, ততই বাড়ছে কুড়িগ্রামে শীতের তীব্রতা। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া...