21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

আনচেলত্তির প্রথম ব্রাজিল স্কোয়াড ঘোষণা, দলে নেই নেইমার-রদ্রিগো

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দলের দায়িত্ব নিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। ২৫ সদস্যের প্রথম ব্রাজিল স্কোয়াড ঘোষণা করেছেন। আগামী জুনে বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াডে ফিরেছেন ক্যাসেমিরো, রিচার্লিসন, এন্থোনি। দলে জায়গা পাননি নেইমার ও রদ্রিগো।

ব্রাজিল দল

গোলরক্ষকরা: অ্যালিসন বেকার, বেন্তো, হুগো সুজা

ডিফেন্ডাররা: আলেক্স সান্দ্রো, লুকাস বেরালদো, চার্লস আগাস্তো, দানিলো, লিও ওরতিজ, মারকিনিওস, ভ্যান্ডারসন, ওয়েসলি

মিডফিল্ডাররা: আন্দ্রেয়াস পেরেইরা, আন্দ্রেই সান্তোস, ব্রুনো গিমারাইস, কাসেমিরো, এডারসন, গেরসন

ফরোয়ার্ড: অ্যান্টোনি, এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, মাতেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও রিচার্লিসন

এরআগে, গতকাল রোববার (২৫ মে) রাতে একটি প্রাইভেট জেটে করে ব্রাজিলে পৌঁছান রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ। বিমানবন্দরে পৌঁছানোর পর আনুষ্ঠানিকভাবে কোনো অভ্যর্থনা ছিল না আনচেলত্তির জন্য। এ সময় তার সাথে ছিলেন পরিবারের কয়েকজন সদস্য ও কোচিং স্টাফরা।

প্রসঙ্গত, তার অধীনে প্রথম ম্যাচ ৫ জুন, ইকুয়েডরের বিপক্ষে। ১০ জুন নিজ মাঠ মারাকানায় প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের ১৫ ও ১৬তম রাউন্ডে সেলেসাও এখন ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে, শীর্ষে থাকা আর্জেন্টিনা থেকে পিছিয়ে ১০ পয়েন্ট

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...