21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

আইপিএলে প্রতি রানে পান্ত আয় করেছেন ১০ লাখ!

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

আইপিএল ২০২৫ মেগা নিলামে ইতিহাস গড়ে রিশভ পান্তকে ২৭ কোটি টাকায় দলে ভিড়িয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এই অঙ্কে তিনি শুধু আইপিএলের সর্বকালের সবচেয়ে দামি খেলোয়াড়ই হননি, একই সঙ্গে হয়ে যান ‘রান প্রতি সবচেয়ে ব্যয়বহুল’ ক্রিকেটারও।

পান্তের আইপিএলটা ভালো কাটেনি। তিনি ১৪ ম্যাচ খেলে করেছেন মাত্র ২৬৯ রান। করা পান্তের প্রত্যেকটি রান লক্ষ্ণৌর পড়েছে ১০.০৩ লাখ টাকা করে।

এরপরই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। এই টাকা কি তার জন্য ঠিক খরচ হয়েছে? কেউ বলছেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের দাম ঠিকই পড়েছে, কেউ আবার এই বিনিয়োগকে বলছেন বড়সড় ভুল।

২০২৫ সালে পান্তের গড় রান ছিল ২৪.৪৫ এবং স্ট্রাইক রেট ছিল ১৩৩.১৭—যা তার ২০১৮ সালের সর্বোচ্চ ১৭৩.৬০ স্ট্রাইক রেটের চেয়ে অনেক কম। এই মৌসুমে একমাত্র উল্লেখযোগ্য ইনিংস ছিল ১১৮ রানের অপরাজিত সেঞ্চুরি, যা তিনি করেছেন শেষ ম্যাচে এসে, যখন সব সম্ভাবনা শেষ দলের। বাকি ১৩ ম্যাচে তিনি মাত্র ১৫১ রান করতে পেরেছেন।

তবে পান্তের আইপিএল ইতিহাস একেবারে ফেলনা নয়। ২০১৭ সাল থেকে শুরু করে প্রতি মৌসুমেই তিনি ৩০০ রানের বেশি করেছেন। আইপিএলে তার অভিজ্ঞতা যেমন বেশি (১২৫+ ম্যাচ), তেমনি মোট রানও অনেক (৩৫৫৩+)। তাই লক্ষ্ণৌ তার অভিজ্ঞতা ও নেতৃত্বের গুণেই তাকে নিয়েছিল। কিন্তু প্রশ্ন উঠছে, ‘ক্রাঞ্চ সিচুয়েশনে’ সে কী আদৌ দলকে টানতে পেরেছেন?

দিল্লি ক্যাপিটালস থেকে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে যাওয়া পান্তের ট্রান্সফার ছিল এই মৌসুমের সবচেয়ে আলোচিত ঘটনা। অনেকেই বলছেন, এই এক ট্রান্সফার পুরো আইপিএল নিলামের ধারা বদলে দিয়েছে।

অবশ্য উইকেটরক্ষক-ব্যাটারদের মধ্যে এমন অঙ্কে কেউ কখনও চুক্তিবদ্ধ হননি। এই দিক থেকেও পান্ত ইতিহাস গড়েছেন। আগের যেকোনো আন্তর্জাতিক তারকার চেয়েও বেশি ‘রান প্রতি উপার্জন’ এখন তার দখলে। উদাহরণ হিসেবে বলা যায়, ডেভিড ওয়ার্নার ২০২০ সালে প্রতি রানের জন্য পেয়েছিলেন প্রায় ৩.২ লাখ টাকা। সেখানে পান্তের পরিসংখ্যান প্রায় তিনগুণ।

এখন প্রশ্ন উঠছে, ২০২৬ সালে কী করবেন পান্ত? এই সমালোচনা কি তাকে আরও ক্ষুরধার করে তুলবে, নাকি ‘সবচেয়ে দামি ব্যর্থতা’ হিসেবে তাকে ইতিহাস মনে রাখবে? সময়ই উত্তর দেবে এ প্রশ্নের।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...