24 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি ডোনাল্ড ট্রাম্পকে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেন যুদ্ধ নিয়ে ভ্লাদিমির পুতিনকে ‘পাগল’ বলায় সাবেক রুশ প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা কর্মকর্তা দিমিত্রি মেদভেদেভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’-এর হুমকি দিয়েছেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, মেদভেদেভের এই মন্তব্যকে যুক্তরাষ্ট্র ‘বেপরোয়া’ ও ‘অপ্রত্যাশিত’ বলে আখ্যা দিয়েছে। তবে উত্তেজনার মাঝেও দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
গতকাল বুধবার মস্কোয় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তা- এরিক জর্ডান ও জেরেমি ভেন্তুসো অংশ নেন, যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ ধরনের প্রথম ঘটনা।
গত সপ্তাহে ট্রাম্প পুতিনকে ‘পাগল’ বলে মন্তব্য করলে বাকযুদ্ধ শুরু হয়। পরে ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেন, পুতিন বুঝতে পারছেন না আমি না থাকলে রাশিয়ার জন্য ভয়াবহ কিছু ঘটত। তিনি আগুন নিয়ে খেলছেন।
এর জবাবে মেদভেদেভ বলেন, আমি শুধু একটি সত্যিকারের ভয়াবহ জিনিস জানি—তৃতীয় বিশ্বযুদ্ধ। আশা করি ট্রাম্প সেটা বুঝবেন।
ট্রাম্পের ইউক্রেন বিষয়ক বিশেষ দূত কিথ কেলগ পাল্টা প্রতিক্রিয়ায় ‘এক্স’-এ লিখেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি একটি পরাশক্তির জন্য অনুচিত ও দুর্ভাগ্যজনক। প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ বন্ধে কাজ করছেন। আমরা সেই সমঝোতা স্মারকের অপেক্ষায়, যা রাশিয়া এক সপ্তাহ আগে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...