23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

ছেলে আব্রামের জন্মদিনে হাজির ছিলেন না শাহরুখ খান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খান ১২ বছরে পা দিলেন। গত ২৭ মে মা গৌরী খান ও বড় বোন সুহানার সঙ্গে মিলিত হয়ে আব্রামের জন্মদিনের সাদামাটা একটি আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুরা। তবে বাবা শাহরুখ খান উপস্থিত ছিলেন না।

আব্রাম, যিনি সারোগেসির মাধ্যমে জন্মগ্রহণ করেছিলেন, বাবার চোখের মণি। সবসময়ই শাহরুখের সঙ্গে থাকতে ভালোবাসেন এই ফুটফুটে ছোট্ট ছেলে। শাহরুখ আগেও জানিয়েছেন, আব্রাম দেখতে শান্তশিষ্ট হলেও প্রকৃতির দিক থেকে মোটেও শান্ত নন, বরং দৌড়ঝাঁপ ও শৈশবের দৌরাত্ম্য সামলাতে তার ন্যানিরাও হিমশিম খায়। তিনি আশা প্রকাশ করেছিলেন, বড় হয়ে আব্রাম একজন সুন্দর ব্যক্তিত্বের মানুষ হবে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা গেছে, আব্রামের ১২তম জন্মদিন মুম্বইয়ের নীতা-মুকেশ আম্বানি কালচারাল সেন্টার আর্টস ক্যাফেতে উদযাপন করা হয়। ওই আয়োজনের কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে। নীতা-মুকেশ আম্বানি কালচারাল সেন্টার থেকে জানানো হয়েছে, ‘গৌরী খান, সুহানা খান এবং পুরো শাহরুখ খান পরিবারকে আপ্যায়ন করতে পেরে আমরা আনন্দিত, বিশেষ করে আব্রামের জন্মদিন উপলক্ষে।’

জন্মদিনের অনুষ্ঠানে সাধারণ তারকা সন্তানদের মত বিশাল কোনো আয়োজন ছিল না। খান পরিবারের ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন, এবং আব্রামের পছন্দের পিৎজা, নানা ধরনের মিষ্টি ও কেক পরিবেশিত হয়। তবে এ আনন্দঘন মুহূর্তে অনেকেই শাহরুখের খোঁজ করেন, কিন্তু তিনি উপস্থিত ছিলেন না। খবর আসছে, শাহরুখ খানের পরবর্তী ছবি নিয়ে ব্যস্ততার কারণে তিনি জন্মদিনে যোগ দিতে পারেননি।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...