21.8 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

বিশ্বকাপজয়ী ডি মারিয়া ঘরের মাটিতে ফিরলেন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

আর্জেন্টাইন ফুটবল তারকা আনহেল ডি মারিয়া ক্যারিয়ারের গোধূলি লগ্নে ফিরে গেছেন শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রোলে। ২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী ডি মারিয়া সেই ক্লাব থেকেই শুরু করেছিলেন তার ফুটবল যাত্রা।

২০২২ বিশ্বকাপের বছরে দীর্ঘ ১৮ বছর পর প্যারিস সেন্ট জার্মেই ছেড়ে যোগ দিয়েছিলেন পর্তুগিজ ক্লাব বেনফিকায়। এবার বেনফিকায় অধ্যায়ের ইতি টেনে রোজারিও সেন্ট্রোলে ফিরে আসায় ক্লাব এবং ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছে। রোজারিও সেন্ট্রোলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে পোস্ট করা হয়েছে, ‘একসঙ্গে আমাদের ইতিহাসের আরও পৃষ্ঠা লেখা বাকি রয়েছে। বাড়িতে স্বাগতম, আনহেল!’

৩৬ বছর বয়সী এই মিডফিল্ডার বিশ্বকাপ ফাইনালে গোল করে আলবিসেলেস্তেদেকে শিরোপা জেতানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইউরোপের বড় বড় ক্লাব যেমন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস ও পিএসজিতে তার খেলা অতীত গৌরবময় ক্যারিয়ারের অংশ।

ইউরোপীয় ক্লাব ফুটবলে ডি মারিয়া ৩০টি ট্রফি জিতেছেন এবং ৭০০টিরও বেশি ম্যাচ খেলেছেন। এর আগেও ২০০৭ সালে রোজারিও সেন্ট্রোল ছেড়ে প্রথমবার বেনফিকায় যোগ দিয়েছিলেন তিনি।

বিশ্বজয়ের ইতিহাসের পর এবার নিজের শৈশবের মাঠে খেলতে ফিরে আসা ডি মারিয়ার এই সিদ্ধান্তকে রোজারিও সেন্ট্রোল ‘ঘরের ছেলে ঘরে ফেরার উচ্ছ্বাস’ হিসেবে অভিহিত করেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...