21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫

ইরানের নতুন গোয়েন্দাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদেমি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের গোয়েন্দা বিভাগের প্রধান পদে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদেমি। গত ১৫ জুন ইজরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা প্রধান মহম্মদ কাজেমি নিহত হওয়ার পর এই পদে তার দায়িত্ব দেওয়া হলো। সেই হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান মেজর জেনারেল মহম্মদ হোসেন বাগেরি, প্রধান কমান্ডার জেনারেল হোসেন সালামি ও ডেপুটি কমান্ডার জেনারেল গোলাম আলি রশিদও নিহত হন।

ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, মাজিদ খাদেমি আগে প্রতিরক্ষা মন্ত্রকের গোয়েন্দা সুরক্ষা সংস্থার প্রধান এবং ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত তথ্য সুরক্ষা দফতের প্রধান ছিলেন। জাতীয় নিরাপত্তায় তার অবদান বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।

এদিকে, ইরান ও ইজরায়েলের সংঘাত অষ্টম দিনে পৌঁছেছে। ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের তৈলভাণ্ডার ও সেনা স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাল্টা হামলায় ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। ইজরায়েলের ‘আয়রন ড্রোম’ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হচ্ছে এই আঘাত থেকে সুরক্ষায়। সংঘর্ষে উভয় পক্ষের উচ্চপদস্থ কমান্ডার ও বহু সেনা নিহত হয়েছেন।

পশ্চিম এশিয়া উত্তপ্ত অবস্থায় রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধ বন্ধের জন্য বার্তা দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, যদি ইরান যুদ্ধ বন্ধ না করে, তবে ‘ভয়াবহ পরিস্থিতি’ সৃষ্টি হবে। ইরানও পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে।

এদিকে, শুক্রবার জেনেভায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিরা ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাসের সঙ্গে বৈঠক করবেন। পরবর্তীতে তারা ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে আলোচনা করবেন। এই বৈঠকে ইরানকে শান্তির আলোচনার টেবিলেও আনার সম্ভাবনা রয়েছে।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...