Your Ads Here 100x100 |
---|
অন্তর্বর্তী সরকারের এক বছরের কার্যক্রমকে সফল হিসেবে দেখছেন রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষা, দুর্নীতি দমন ও মব সংস্কৃতি ছাড়া সার্বিকভাবে অন্যান্য ক্ষেত্রে সরকার সফলতা দেখিয়েছে। রোববার জাতীয় প্রেসক্লাবে ইনস্টিটিউট ফর ইনোভেশন ইন পলিসি অ্যান্ড ডেভেলপমেন্ট আয়োজিত ‘অন্তর্বর্তী সরকারের এক বছর মন্ত্রণালয় ভিত্তিক পর্যালোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম আলী রেজা। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, দুর্নীতি দমন ছিল সরকারের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে সরকার তেমন সফলতা দেখাতে পারেনি। তবে তারা যে একটা বিধ্বস্ত বাংলাদেশকে আর্থিকভাবে একটি পর্যায়ে নিয়ে গেছে এটি তাদের বড় সফলতা।
ব্যারিস্টার সালাহউদ্দিন দোলন বলেন, দেশের সবগুলো প্রতিষ্ঠান সক্রিয় আছে, এটাই এ সরকারের বড় কৃতিত্ব।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. গোলাম রাব্বানী বলেন, বর্তমান সরকার রাজনৈতিক দলগুলোকে একটা ছাতার নিচে আনতে পেরেছে এটা বড় সফলতা।
এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, নতুন আরেকটি সরকার ক্ষমতায় পেলে বোঝা যাবে, বর্তমান অন্তর্বর্তী সরকার কতটা ভালো ছিল।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ড. সুকোমল বড়ুয়া, এলসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মুহাম্মদ, নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মো. জাকারিয়া, ড. জোবায়ের আহমেদ, অধ্যাপক কাজী মাহবুবুর রহমান প্রমুখ।