- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
অভিজ্ঞতার মূল্য দিতে চাচ্ছে অস্ট্রেলিয়া। তা না হলে ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে পৌঁছা মার্কাস স্টয়নিসকে আবারও দলে ডাকত না অস্ট্রেলিয়া। ৩৬ বছর বয়সী অলরাউন্ডার আবার নেই দলটির কেন্দ্রীয় চুক্তিতেও।
টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছরের নভেম্বরে।
পাকিস্তানের বিপক্ষে খেলা সেই ম্যাচের পর স্টয়নিস আর সুযোগ পাননি অস্ট্রেলিয়া দলে। মাঝে ওয়ানডে থেকে অবসর নেওয়ায় ধারণা করা হচ্ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারই শেষ। তবে দ্য হানড্রেডের দারুণ পারফরম্যান্সে আবারও আলোচনায় এসেছেন তিনি। টুর্নামেন্টে ১০ ম্যাচ খেলে ১৪৬ রানের বিপরীতে উইকেট নিয়েছেন ১২টি।
বিশেষ করে ফাইনালে ৬৪ রানের বিপরীতে ২ উইকেট নিয়ে। এমন পারফরম্যান্সের পরও অবশ্য ওভাল ইনভিন্সিবলের কাছে ২৬ রানের পরাজয় দেখতে হয়েছে স্টয়নিসকে। ট্রেন্ট রকেটসের হয়ে রানার্সআপে সন্তুষ্ট থাকতে হলেও নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পাওয়ায় কিছুটা কষ্ট হয়তো কমেছে। তার দলে সুযোগ পাওয়ার পথটা আরো পরিষ্কার হয়েছে ক্যামেরন গ্রিন চোটে পড়ায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই স্টয়নিসকে দলে ফিরেছে অস্ট্রেলিয়া। আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে আইসিসির টুর্নামেন্টটি।
তিন ম্যাচ সিরিজের দল ঘোষণার দিন সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নিয়েছেন মিচেল স্টার্ক। টেস্ট ও ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই এই সিদ্ধান্ত তার। কিউইদের বিপক্ষে থাকছে না পিঠের সমস্যায় ভোগা প্যাট কামিন্সও।
অন্যদিকে চোট কাটিয়ে ফিরেছেন অলরাউন্ডার ম্যাথিউ শর্ট ও মিচেল ওয়েন।
সিরিজটি শুরু হবে আগামী ১ অক্টোবর। বাকি দুই ম্যাচ ৩ ও ৪ অক্টোবর। সব ম্যাচই মাউন্ট মঙ্গানুইতে হবে।
অস্ট্রেলিয়া স্কোয়াড :
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, টিম ডেভিড, বেন ডোয়ারশিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুনেহম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জ্যাম্পা।