21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম সরেজমিনে দেখতে ১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে তিনি দেশ ছাড়বেন।
সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। সফরে তাঁর সঙ্গে থাকবেন লালমনিরহাটের জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির।
সফরকালে ৫ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি টরোন্টো ও অটোয়ায় ভোটার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। এরপর ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ব্যক্তিগত সফরে ভ্যাঙ্কুভারে অবস্থান করবেন। ১৮ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
বর্তমানে নির্বাচন কমিশন ১০টি দেশের ১৭টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোটার কার্যক্রম পরিচালনা করছে। এসব দেশ থেকে ইতোমধ্যে প্রায় ৫০ হাজার আবেদন জমা পড়েছে। সংশ্লিষ্ট দেশগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, জাপান ও কানাডা।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...