19 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

বিশেষ ফ্লাইটে নেপাল থেকে দেশে ফিরছেন জামালরা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
ছাত্র-জনতার টানা আন্দোলনে নেপাল সরকার পতনের পর অচল হয়ে পড়েছিল দেশটির স্বাভাবিক জীবনযাত্রা।আন্তর্জাতিক ফ্লাইটও বন্ধ ছিল। ফলে কাঠমান্ডুতে আটকা পরে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে মঙ্গলবার রাতে সেনাবাহিনী নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়। বুধবার সকালে সচল হয় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর।

 

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, সামরিক বাহিনীর সহায়তায় একটি বিশেষ ফ্লাইটে আজ দুপুরে ঢাকা ফিরছেন জামাল ভূঁইয়া ও তার সতীর্থরা। একই বিমানে ফিরছেন বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকেরাও।

 

কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এ এস এম সাদেক বলেন, “পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। বাংলাদেশিদের নিরাপদে ফেরাতে আমরা কাজ করছি। অগ্রাধিকার হিসেবে ফুটবল দলকে পাঠানোর উদ্যোগ নিয়েছি। বাংলাদেশ বিমানের সঙ্গেও যোগাযোগ চলছে।”
এর আগে দূতাবাস বিশেষ ফ্লাইটের জন্য নেপাল সেনাবাহিনীর কাছে চিঠি দেয়। অনুমতি মেলে কিনা সেটি নিয়েই ছিল অনিশ্চয়তা। তবে বিকল্প ব্যবস্থা হিসেবে বাংলাদেশ বিমানের নির্ধারিত ফ্লাইটের কথাও ভাবা হচ্ছিল।
অন্যদিকে ফুটবলাররা আতঙ্কে বসে না থেকে হোটেলেই নিয়মিত জিম সেশন করেছেন। মিডফিল্ডার সোহেল রানা এক ভিডিও বার্তায় জানান, “এখন আগের তুলনায় পরিস্থিতি শান্ত। পরিবারের সঙ্গে যোগাযোগ হচ্ছে, তারা আর দুশ্চিন্তায় নেই। আমরা মানসিকভাবে ভালো আছি।”
সবকিছু ঠিক থাকলে দুপুর সাড়ে ১১টার পর বিশেষ বিমানে করে দলটি ঢাকার উদ্দেশে রওনা দেবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...