27.6 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫

রাশিয়া ক্যান্সার ভ্যাকসিন আবিষ্কার করেছে,আমার দেশে হচ্ছেটা কি : সোহেল রানা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
সম্প্রতি চিত্রনায়ক সোহেল রানা তার ফেসবুকে চিকিৎসার বিষয়ে একটি মতামত লিখে বলেন –
রাশিয়া ক্যান্সার ভ্যাকসিন আবিষ্কার করেছে পৃথিবীর সবাইকে জানিয়েছে মানুষের উপরে এক্সপেরিমেন্ট করার ফলাফল জানিয়েছে ফ্রান্স হৃদযন্ত্র আবিষ্কার করেছে সারা পৃথিবী জেনেছে ট্রায়াল চলছে। আর আমার দেশে হচ্ছেটা কি? পৃথিবীর একটা মরণব্যাধি ডায়বেটিস সেটা নিয়ে যেন একটা খেলা চলছে। ডাক্তার জাহাঙ্গীর দুটো ঔষধের নাম বলছে এবং এক মাসের মধ্যে ডায়াবেটিস সম্পূর্ণ নির্মূল করার কথা ঘোষণা করছে। ডাক্তার বে দেবী সেঠি (বাংলাদেশ) ডায়াবেটিক মিক্স নামে আরেকটি ঔষধের কথা বলছে এবং এক মাসের মধ্যেই সেটা দিয়ে ডায়বেটিক নিয়ন্ত্রণ সম্ভব বলে চ্যালেঞ্জ করছে। ইসলামিক বক্তা জনাব আজহারী ৩ মিক্স নামে একটি ঔষধের কথা বলা হচ্ছে সেটাও নাকি ডায়াবেটিসের মহা ঔষধ। dya killer আরও একধাপ এগিয়ে ৭ দিনের মধ্যে ডায়াবেটিস ৬ সাতে,
নামিয়ে আনার জন্য চ্যালেঞ্জ করছে এর মধ্যে আবার দুই একটি বিএসটিআই কর্তৃক অনুমোদিত। এই সাথে যোগ হয়েছে ভারতীয় আয়ুষ এর ৮২ মিস্টার রমনের আরেকটি ডায়াবেটা একই কথা বলছে। ভারত বাংলাদেশ অনেক অনেক লোক এই রোগে অসুস্থ কিন্তু পৃথিবীর সমস্ত লোকের সংখ্যাও কোটি কোটির কম নয় তাই এমনি ধরনের সত্যি যদি কোন ঔষধ আবিষ্কার করে থাকেন তাহলে সেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা এমনি ধরনের গবেষণা মূলক স্থান থেকে জনগণের ব্যবহার করা যাবে এমনি ধরনের একটি অনুমতি নিলে বাংলাদেশ এই এক ঔষধের বিনিময়ে বহু মিলিয়ন ডলার ইনকাম করতে পারে। কিন্তু তা হওয়ার নয় এটা যেন অন্যায়ের চরণভূমি। কেউ কিছু বলার নেই সম্পর্কে কারো কিছু ভাবার নেই কারণ ডায়বেটিস আস্তে আস্তে মারে এবং এদেশের জনগণ তার আক্রমণ থেকে ছাড়পাক সেটা বলারও কেউ নেই ফেসবুক জুড়ে চলছে পাবলিসিটি এবং মিথ্যা ব্যবসার ধান্দা।
- Advertisement -spot_img
সর্বশেষ

শেষ পর্যন্ত হাসল বাংলাদেশ

  খেলাধুলা ডেস্ক : জয় থেকে তখনও ২৫ রান দূরে ছিল বাংলাদেশ। ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বলছিলেন, “এখন থেকে ম্যাচটা একমাত্র বাংলাদেশেরই।”...