26.9 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫

অতীতে বিমান ছিনতাই করেছিলেন নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর স্বামী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
আন্তর্জাতিক ডেস্ক :
নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সুশীলা কার্কি। দুর্নীতির বিরুদ্ধে তার জিরো টলারেন্স নীতি তাকে সবার কাছে জনপ্রিয় করেছিল। এবারই প্রথমবার তিনি বসেছেন দেশটির প্রধানমন্ত্রীর আসনে। কেপি শর্মা ওলির পদত্যাগের পর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তার নামই সামনে আসে এবং শেষ পর্যন্ত সেই দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।
তবে নতুন প্রধানমন্ত্রী হওয়ার পর সুশীলা কার্কির ব্যক্তিগত জীবনও চলছে আলোচনা। জানা গেছে, তার স্বামী দুর্গা প্রসাদ সুবেদী জড়িত ছিলেন নেপালের ইতিহাসের এক আলোচিত বিমান ছিনতাই ঘটনায়।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ১৯৭৩ সালের ১০ জুন রয়্যাল নেপাল এয়ারলাইন্সের একটি বিমান বিরাটনগর থেকে কাঠমান্ডু যাওয়ার পথে মাঝ আকাশে ছিনতাই  হয়। বিমানে যাত্রী হিসেবে ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালা সিনহা। ছিনতাইকারীরা পাইলটকে পিস্তল ঠেকিয়ে  বিমানটি ভারতের বিহারে নামাতে বাধ্য করে।
ভারতীয় গণমাধ্যম জানায়, বিমানে থাকা সরকারি ব্যাংকের প্রায় ৪০ লাখ রুপি ছিনিয়ে নেওয়া হয়। পরে তা গাড়ি করে দার্জিলিং হয়ে পৌঁছায় নেপালে। রাজতন্ত্রবিরোধী আন্দোলনের অর্থ জোগাড়ের জন্যই এই ছিনতাই পরিকল্পনা করেছিলেন তৎকালীন নেপালি কংগ্রেস নেতা গিরিজা প্রসাদ কৈরালা। পরবর্তীতে তিনিই হন নেপালের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্তথেকিয়
পরে দুর্গা প্রসাদ ও তার সহযোগীরা মুম্বাই থেকে গ্রেপ্তার হন। তবে ১৯৭৫ সালের জরুরি অবস্থার সময় তারা ছাড়া পান।
সুশীলা কার্কি ও দুর্গা প্রসাদ সুবেদীর পরিচয় হয়েছিল ভারতের বেনারস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়। তাদের সংসারে এক সন্তান রয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

শেষ পর্যন্ত হাসল বাংলাদেশ

  খেলাধুলা ডেস্ক : জয় থেকে তখনও ২৫ রান দূরে ছিল বাংলাদেশ। ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বলছিলেন, “এখন থেকে ম্যাচটা একমাত্র বাংলাদেশেরই।”...