27.6 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫

নেপালের ইতিহাসে প্রথম নারী অ্যাটর্নি জেনারেল সবিতা ভাণ্ডারি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

আন্তর্জাতিক ডেস্ক :
নেপালের ইতিহাসে প্রথমবারের মতো নারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র অ্যাডভোকেট সবিতা ভাণ্ডারি। রোববার (১৪ সেপ্টেম্বর) তাকে এ পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল।
অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ও সাবেক প্রধান বিচারপতি সুশিলা কার্কির সুপারিশেই সবিতা ভাণ্ডারিকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।  এছাড়া,  সাবেক অ্যাটর্নি জেনারেল রামেশ বাদালের পদত্যাগপত্রও অনুমোদন করেন প্রেসিডেন্ট।
সবিতা ভাণ্ডারি এর আগে তথ্য কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আইন বিশেষজ্ঞ কৃষ্ণ প্রসাদ ভাণ্ডারির কন্যা। গতকালই প্রধানমন্ত্রী কার্কি তাকে মনোনীত করেন এবং ভাণ্ডারির সম্মতি পাওয়ার পর রাষ্ট্রপতি তার নিয়োগপত্রে স্বাক্ষর করেন।

এ নিয়োগকে নেপালের নারী নেতৃত্ব ও বিচার ব্যবস্থায় একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেষ পর্যন্ত হাসল বাংলাদেশ

  খেলাধুলা ডেস্ক : জয় থেকে তখনও ২৫ রান দূরে ছিল বাংলাদেশ। ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বলছিলেন, “এখন থেকে ম্যাচটা একমাত্র বাংলাদেশেরই।”...