26.9 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫

৭৫ বছর বয়সে বিএ পাশ করা কে সেই সাদেক

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
“শিক্ষার কোনো বয়স নেই”—  জীবন্ত প্রমাণ হয়ে উঠেছেন নাটোরের ৭৫ বছর বয়সী কৃষক সাদেক আলী। দীর্ঘ সংগ্রামী জীবনের পর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি বিএ পাস করেছেন তিনি। এ উপলক্ষে রোববার বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে তাকে সংবর্ধনা জানায় কর্তৃপক্ষ।
নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের আবুল কাশেমের ছেলে সাদেক আলী দিঘাপতিয়া এম কে কলেজ থেকে বিএ সম্পন্ন করেন। ছোটবেলায় বাবা-মা হারিয়ে দারিদ্র্যের কারণে ইন্টারমিডিয়েটের পর পড়ালেখা বন্ধ হয়ে যায় তার। কৃষিকাজে মন দিয়ে জমিজমা, খামার ও বাগান গড়ে তোলেন তিনি।
২০১৬ সালে পবিত্র হজ পালন শেষে ছেলের উৎসাহে পুনরায় ভর্তি হন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। তারপর নিরলস চেষ্টা ও অধ্যবসায়ের মধ্য দিয়ে অর্জন করেন স্নাতক ডিগ্রি।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন,“অসুস্থ শরীর, ভাঙা পা, তবু ৭৫ বছর বয়সে বিএ পাশের এই গল্প আমাদের মনে করিয়ে দেয়— শিক্ষার কোনো বয়স নেই। সাদেক আলী অদম্য যোদ্ধা, সমাজের বাতিঘর। এটি কেবল ডিগ্রি অর্জনের গল্প নয়, মানুষের ইচ্ছাশক্তির জয়, বয়সকে অতিক্রম করার গান।”
আজ সাদেক আলীর নাম শুধু পরীক্ষার ফলাফলের তালিকায় সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে মানুষের আড্ডায়, বাংলার ঘরে ঘরে প্রেরণার গল্পে— যেন আজীবন শেখার অনন্ত প্রতীক।
- Advertisement -spot_img
সর্বশেষ

শেষ পর্যন্ত হাসল বাংলাদেশ

  খেলাধুলা ডেস্ক : জয় থেকে তখনও ২৫ রান দূরে ছিল বাংলাদেশ। ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বলছিলেন, “এখন থেকে ম্যাচটা একমাত্র বাংলাদেশেরই।”...