27.6 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫

কেন সুশীলা কারকিকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিলো নেপালের তরুণ প্রজন্ম

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
 আন্তর্জাতিক ডেস্কঃ
অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি। তিনিই দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। কে পি শর্মা অলি পদত্যাগ করার পর বিক্ষোভে যুক্ত তরুণরা জনপ্রিয় অ্যাপ ডিসকোর্ডে ভোটাভুটির মাধ্যমে কারকিকে বেছে নেয়।
ডিসকোর্ডের ১ লাখ ৪৫ হাজার সদস্যের এক গ্রুপে একাধিক ভোটাভুটির পর তাঁর নাম চূড়ান্ত হয়। তবে দায়িত্ব নেওয়ার পরই তাঁকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। নাগরিক সংগঠন ‘হামি নেপাল’-এর সদস্যরা অভিযোগ করেছেন, নতুন মন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি।
সুশীলা কারকি ২০১৬ সালে নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হন। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং সৎ ভাবমূর্তির কারণে নেপালে তরুণদের আস্থাভাজন হয়ে ওঠেন তিনি। তবে তাঁর বয়স নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। আন্দোলনের সময় তরুণরা নতুন প্রজন্মের নেতৃত্ব দাবি করলেও শেষ পর্যন্ত ৭০ বছরের বেশি বয়সী কারকিই অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পান।
আগামী বছরের মার্চে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, কারকির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নির্ধারিত সময়ে ভোট আয়োজন এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া।
- Advertisement -spot_img
সর্বশেষ

শেষ পর্যন্ত হাসল বাংলাদেশ

  খেলাধুলা ডেস্ক : জয় থেকে তখনও ২৫ রান দূরে ছিল বাংলাদেশ। ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বলছিলেন, “এখন থেকে ম্যাচটা একমাত্র বাংলাদেশেরই।”...