- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
এই যশপ্রীত বুমরাকে থামাবে কে? বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতীয় পেসার যা করছিলেন তাতে এই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছিল না। প্রতিপক্ষ দলে স্টিভেন স্মিথ, ট্রাভিস হেডদের মতো যত বড় নামই থাকুক না কেন!
বুমরার থামার একমাত্র উপায় হয়তো চোট। এবং, শেষ পর্যন্ত সেটাই হলো। বুমরা পড়লেন চোটে। মাঠ ছাড়লেন, স্ক্যান করতে ছাড়তে হলো স্টেডিয়ামও! যদিও তিনি কীসের চোটে পড়েছেন সেটা এখনো জানা যায়নি।